শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪   কার্তিক ২ ১৪৩১   ১৪ রবিউস সানি ১৪৪৬

বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নজরুল ইসলাম,গাজীপুর

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ১১ জুলাই ২০২৪ বৃহস্পতিবার

গাজীপুর সদর উপজেলায় বৃক্ষরোপণ, চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ এর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনগণ ও নেতাকর্মীদের অবহিত ও উদ্বুদ্ধকরণ করা হয়।

 

বৃহস্পতিবার ( ১১জুন ) সকাল থেকে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ১নং  ২নংও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বাঘের বাজার উচ্চ বিদ্যালয়, বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কর্মসূচি পালন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি বলেন, আগে  সরকারি চাকরিতেই পেনশন ব্যবস্থা ছিল। এখন সকলেই এই সুবিধা পাবে। মাননীয় প্রধানমন্ত্রী সে ব্যবস্থা করে দিয়েছেন। নিজের জমানো টাকায় বেসরকারি খাতের সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করেছে তিনি। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ এর নির্বাচনী ইশতেহার ছিল। সেটি বাস্তবায়নের লক্ষ্যে আমরা সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনগণ এবং নেতাকর্মীদের অন্তর্ভুক্তকরণ ও উদ্বুদ্ধকরণ করছি। যাতে শেষ বয়সে কারোর উপর ভরসা করতে না হয়। এর পাশাপাশি যাতে কোনো জমি খালি পড়ে না থাকে সে লক্ষ্যেও সরকার কাজ করে যাচ্ছে।

 

এ সময় বাঘের বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটি যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাপ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সার্বিক সহযোগিতা করেন ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল কবির রতন ও ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লিটন মিয়া।

 

অন্যান্যদের আরোও উপস্থিত ছিলেন, ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন সরকার, বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র কমিটির আহ্বায়ক জসীম উদ্দীন বি.এস.সি ও যুগ্ম আহ্বায়ক হারুনুর রসিদ বি.এস.সি,গাজীপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিদা আক্তার,গাজীপুর সদর উপজেলা কৃষক লীগের সভাপতি শাজাহান মেম্বার,সাবেক বৃহত্তর মির্জাপুর ইউনিয়নের আহবায়ক শফিকুল ইসলাম শফী,সদর উপজেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক হোসাইন কবির আপেল,শফিকুল ইসলাম মেম্বার,শাইফুল ইসলাম মেম্বার,কামাল হোসেন,রেজওয়ানুল ইসলাম অনিক সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।