সোমবার   ০৭ এপ্রিল ২০২৫   চৈত্র ২৪ ১৪৩১   ০৮ শাওয়াল ১৪৪৬

মডেল বানানোর প্রলোভনে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১১:২৬ এএম, ২৬ জুন ২০২৪ বুধবার

ফেসবুকে লোভনীয় চাকরি, ট্যালেন্ট হান্টিং ও মডেলিংয়ের বিজ্ঞাপন দিয়ে তরুণীদের ব্ল্যাকমেইল করে অসামাজিক কাজে বাধ্য করানোর অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি বলছে, গ্রেপ্তাররা সবাই একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। 

সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান রহমান জানান, দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এব্যাপারে বিস্তারিত জানাবেন অতিরিক্ত আইজিপি (সিআইডি) মোহাম্মদ আলী মিয়া।