সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

শার্শার যুব উন্নয়ন ও সমাজ কল্যান ফাউন্ডেশনের অফিস উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৫:০৯ পিএম, ২৩ জুন ২০২৪ রোববার

শার্শার বামুনিয়া সোনাতনকাটি গ্রামে যুব উন্নয়ন ও সমাজ কল্যান ফাউন্ডেশনের অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়, গত ২১ জুন ২০২৪ ইং রোজ শুক্রবার বেকার যুব সমাজ মুক্তির দাবিতে এবং যুব উন্নয়ন স্বেচ্ছাসেবক মূলক সংগঠনের  নতুন অফিসের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

 

বামুনিয়া সোনাতনকাটিগ্রামে স্বেচ্ছাসেবক মূলক সংগঠন যুব উন্নয়ন ও সমাজ কল্যান ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করা হয়। বামুনিয়া সোনাতনকাটিতে যুব উন্নয়ন ও সমাজ কল্যান ফাউন্ডেশনের সভাপতি জনাব,এবিএম বদরুল আলম আলা সভাপতিত্বে এবং কমিটির সাধারন সম্পাদক মো: আসাদুর রহমানে পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব, মো: ইলিয়াছ কবির বকুল( সাবেক চেয়ারম্যান)বাগাআচড়া ইউনিয়ন পরিষদ,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব,মো: তবিবর রহমান বিশ্বাস, সভাপতি (বাগাআচড়া ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ) বিশেষ অতিথি হিসাবে আরোও বক্তব্য রাখেন জনাব, মো: আজিজুর হক, সাধারন সম্পাদক, (বাগাআচড়া ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ)। উপস্থিত ছিলেন বামুনিয়া সোনাতনকাটি গ্রামের  যুব উন্নয়ন ও সমাজ কল্যান ফাউন্ডেশনের দাতা সদস্য জনাব,এবিএম শামসুল আলম (কাজল)উপদেষ্টা মন্ডলীর সদস্য সামছুর রহমান ও অর্থসম্পাদক হাসানুজ্জান  সহ উক্ত কমিটির সকল সদস্যবৃন্দ। 

 

সুন্দর সুশৃঙ্খলভাবে কর্মট সুশিক্ষিত তরুণ ও যুবকদের নিয়ে উন্নয়ন মূলক ও সামাজিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানিয়েছেন যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর  সভাপতি , এবিএম বদরুল আলম আলা, বর্তমান আধুনিক যুগ,এই যুগে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে ।

 

বামুনিয়া সোনাতনকাটিগ্রামে স্বেচ্ছাসেবক মূলক সংগঠন যুব উন্নয়ন ও সমাজ কল্যান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মো:আসাদুর রহমান বলেন, এদেশের অধিকাংশ মানুষ প্রতিনিয়ত ক্ষুদা, দরিদ্র, অপুষ্টি, প্রাকৃতিক দূর্যোগ, অশিক্ষা, কু-শিক্ষা ইত্যাদি সাথে লড়াই করে চলেছে।আমরা সব সময় খেটে-খাওয়া মানুষের পাশে থেকে তাতে বঞ্চিত অধিকার ফিরিয়ে দিতে, অন্যায়ের সাথে প্রতিবাদ গড়ে তোলা ও দেশের বেকার যুবকের কর্মসংস্থান ও নৈতিক মূল্যবোধ সৃষ্টি, মাদক ও ধুমপান প্রতিরোধ, দারিদ্য জনগোষ্টির আর্থ-সামাজিক বিভিন্ন অবকাঠামো স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, মাঠ তথা সমাজসেবা মূলক উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহন করা, মূল লক্ষ্য।

পরিচালনা কমিটির সকল মানব সেবায় নিবেদিত প্রাণ সকল সদস্যের কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান জনাব, ইলিয়াছ কবির বকুল।