সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

ড্রাইভারদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতো তারা

সাইফুল ইসলাম, কুমিল্লা

প্রকাশিত : ০২:৪২ পিএম, ২২ জুন ২০২৪ শনিবার

কুমিল্লায় সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড ও শহরতলীর শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকা হতে ৬ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব ১১ সিপিসি ২।

শুক্রবার (২১ জুন) পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীরা হলেন, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার শাসনগাছা গ্রামের মৃত শফিক ইসলাম এর ছেলে মোঃ জামাল হোসেন (৫০), একই গ্রামের মৃত খয়েজ আলী এর ছেলে মোঃ শাহিন (৪৮), একই গ্রামের মৃত আবুল হাশেম এর ছেলে রাসেল আহমেদ (২৭), আদর্শ সদর উপজেলার সাতোরা চম্পকনগর গ্রামের মৃত তাজুল এর ছেলে মোঃ খোকন (৫০), নাঙ্গলকোট উপজেলার পরকরা গ্রামের আবুল হাশেম এর ছেলে মিজানুর রহমান (২২), সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের মানিক মিয়া এর ছেলে মোঃ আব্দুর রশিদ (৫০)। 

শনিবার (২২ জুন) র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানী অধিনায়ক 
মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

মাহমুদুল হাসান জানান, শাসনগাছা এলাকায় অভিযান পরিচালনা করে জামাল, শাহীন, রাসেল ও খোকনকে উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ২,৫৪০ টাকা উদ্ধার করা হয় ও আরেকটি অভিযানে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা হতে মিজান ও রশিদকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৯,৭৯০ টাকা উদ্ধার করা হয়। 

আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা সকলেই চাঁদাবাজ চক্রের সদস্য।

 

তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার কোতয়ালী ও সদর দক্ষিণ থানা এবং এর আশপাশের বিভিন্ন রাস্তায় অটো, সিএনজি ইত্যাদি পরিবহনের ড্রাইভার ও হেলপারদের নিকট হতে ক্ষয়ক্ষতি ও গুরুতর আঘাতের ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা আদায় করতো। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।