রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা
কাওছার আহম্মেদ রাঙ্গাবালী - পটুয়াখালী
প্রকাশিত : ০৭:৫৯ এএম, ১৭ জুন ২০২৪ সোমবার

আগামী এক বছরের জন্য পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।
গত শুক্রবার রাতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। এতে করে রাঙ্গাবালী কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রেদয়ান হোসেন ও তানবির আহম্মেদ কে সাধারণ সম্পাদক এবং সোহেল কে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম- সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ মোট ৯ জন সদস্যের সমন্বয়ে গঠিত হয়েছে এই আংশিক কমিটি।