সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

ভারী বর্ষণে ডুবল চট্টগ্রাম নগরী, দুর্ভোগে মানুষ

রাশেদুল আজীজ চট্টগ্রাম :

প্রকাশিত : ১২:০৪ পিএম, ২৮ মে ২০২৪ মঙ্গলবার

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ এলাকা। এতে করে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর জলাবদ্ধতার কারণে সড়কে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। এতে করে চরম দুর্ভোগ পড়েছে নগরবাসী।


গতকাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর, বাদুরতলা, চকবাজার, বাকলিয়া,মোহাম্মদপুর,পশ্চিম ষোলশহর, নাজির পাড়া,  আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, ২ নম্বর গেট, জিইসি মোড়, পুরাতন চান্দগাঁও থানাসহ নগরীর বেশিরভাগ এলাকা হাঁটু থেকে গলা সমান পানিতে তলিয়ে গেছে। সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে একাধিক সড়কে।এতে নিম্ন আয়ের মানুষ, অফিস আদালত গামী  ও পোশাক শ্রমিকরা পড়েছে দুর্ভোগে।


নগরীর নিম্ন  অঞ্চল প্লাবিত হওয়ায় এসব এলাকায় বসবাসকারী মানুষের কষ্ট চরমে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নগরজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২০৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 


পতেঙ্গা আবহাওয়া অফিস জানান, রবিবার রাত ৮টার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত করে ঘূর্ণিঝড় রিমাল। এরপর বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে।