কুমিল্লার উনাইশারে আবু মিয়া হত্যার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২৭ মে ২০২৪ সোমবার

কুমিল্লা নগরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ৬দিন অতিবাহিত হলেও এখনও গ্রেপ্তার হয়নি কোনো আসামি।
এদিকে হত্যাকাণ্ডের পর থেকে মামলার বাদী ও নিহতের পরিবারকে বিভিন্ন ভাবে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ করেন নিহতের ছেলে সায়মন হাসান।
রবিবার(২৬মে) বেলা ১২টায় আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে নগরীর ২০নং ওয়ার্ডের উনাইসার এলাকায় মানববন্ধন করেছে নিহত আবু মিয়ার পরিবারসহ শতাধিক এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের ছেলে মামলার বাদী মোঃ সায়মন হাসান, মেয়ে নাছরিন আক্তার ও এ মামলার সাক্ষী সোহেল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, ব্যবসায়ী আবু মিয়া হত্যার ৬দিন পার হলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে।
উল্লেখ্য, গত মঙ্গলবার(২১মে) রাত সাড়ে ১০টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটে। উনাইশার মাজার মসজিদের সামনে ছোট ভাই ইব্রাহিম খলিল ও তার সহযোগীরা আবু মিয়াকে এলোপাতাড়ি পিটিয়ে ইটের টুকরো দিয়ে আঘাত করে মারাত্মকভাবে জখম করেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবু মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গত ২২মে কুমিল্লা সদর দক্ষিণ থানায় এজহারনামীয় ৬জনসহ আরোও অজ্ঞাতনামা ২/৩জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
সদর দক্ষিণ থানার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। আমরা চেষ্টা করছি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার।