বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

রেমালের প্রস্তুতি দেখতে সিপিপি পরিদর্শনে যাবেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০১:০৫ পিএম, ২৬ মে ২০২৪ রোববার

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি কার্যক্রম তদারকি করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে অবস্থিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এবং ফায়ার সার্ভিসের সদর দপ্তর পরিদর্শন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

রোববার (২৬ মে) দুপুর ১টায় সিপিপি এবং বিকেল ৩টায় ফায়ার সার্ভিসের সদর দপ্তর পরিদর্শন করবেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি কার্যক্রম তদারকি করতে দুপুর ১টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে অবস্থিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) পরিদর্শন করবেন এবং বিকেল ৩টায় ফায়ার সার্ভিসের সদর দপ্তর পরিদর্শন করবেন।