কোম্পানীগঞ্জে বিজিবির উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত : ০১:৫২ পিএম, ১১ মে ২০২৪ শনিবার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বালুচর এলাকায় মাদক আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছে বিজিবি। মঙ্গলবার (৭মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে বিজিবির ৪ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন, নায়েক সুবেদার মোফাজ্জল হোসেন, নায়েক আঙ্গুর মিয়া, সিপাহী আবুল কালাম ও রুবেল মিয়া। সিপাহী আবুল কালামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় সুবেদার মোফাজ্জল হোসেন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ১২৫১ এর ১৫ এস পিলারের পাশ দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদক প্রবেশ করছে এবং খবরে কালাইরাগ বিওপির বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। ২৫-৩০ জনের মাদক কারবারি দল বালুচর আসা মাত্র বিজিবি সদস্যের সম্মুখীন হয়। এ সময় মাদক কারবারি রহমত আলী ও আব্বাস আলীর নেতৃত্বে মাদক কারবারিরা বিজিবি সদস্যদের উপর আক্রমণ করে। মাদক কারবারিদের ছুঁড়া ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে ৪ বিজিবি সদস্য আহত হোন। তাৎক্ষণিক খবর পেয়ে কালাইরাগ বিওপি থেকে বিজিবির আরো সদস্যরা সেখানে গেলে মাদক কারবারিরা পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে যাওয়া ৬’শ ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। যার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ ৫ শত টাকা। এ ঘটনায় পরদিন (৮মে) নায়েক সুবেদার মোফাজ্জল হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও ১৯/২০ জনকে অজ্ঞাত রেখে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, কোম্পানীগঞ্জ গ্রামের মৃত্যু বাদাই মিয়া'র পুত্র মোঃ রহমত আলী (৩২), পুটামারা গ্রামের মৃত্যু আসলাম মিয়া'র পুত্র আব্বাস আলী (৩৮), বরমসিদ্ধিপুর গ্রামের মৃত্যু মজিদুল হকের পুত্র সাজিদুল হক (২৬), কালাইরাগ গ্রামের ইসলাম উদ্দিনের (ইসাই) পুত্র হোসাইন (২৫) ও মোঃ মনির হোসেন (৩০) এবং নাজিরেরগাঁও গ্রামের নুর করিমের পুত্র মোঃ ফয়জুল (২২)।
মামলার বাদী নায়েক সুবেদার মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মামলার কপিতে বিস্তারিত লেখা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, মামলা রেকর্ড করা হয়েছে। আমরা আসামিদের ধরতে অভিযান চালাচ্ছি।