বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫   মাঘ ১ ১৪৩১   ১৫ রজব ১৪৪৬

ধান কাটতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ৯ মে ২০২৪ বৃহস্পতিবার

বৃহস্পতিবার (৯ মে) দুপুর ১টার দিকে উপজেলার রাজবাড়ী হাট এলাকার মোহাম্মদপুর জালমাছকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত কমল নাচোল সদর ইউনিয়নের রাজবাড়ী হাট এলাকার মোহাম্মদপুর গ্রামের বত্রিশ বারোয়ারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে জমিতে ধান কাটতে গিয়েছিলেন কমল। দুপুর ১টার দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান কমল।

বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর ররমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।