কবিতা
বন্দি করো আমায়
লেখক: ওয়াফিক শিপলু
প্রকাশিত : ০৪:০৬ পিএম, ২০ মার্চ ২০২৪ বুধবার

কোথায় দাড়িয়ে তোমায় দেখি আখির আড়ালে।
স্মৃতির পাতায় কেনো হাসির তালে জাগে জল।
চলে যাবে নিয়তির নিয়ম মেনে তবে কেনো এসেছিলে।
আসো আর একবার তোমায় নিয়ে পারি দিবো মহা দিগন্তের পথ।
মধুর বাতাসে তোমায় উড়াবো তোমায় দেখবো হাসির অন্তরালে।
কোথায় রেখে জল গুলো দিয়ে চলে গেলে একাকার করে।
এসো হে শৈশব তোমায় দেখবে বলে চেয়ে আছে ক্লান্ত হৃদয়।
মহারাজার সব দিয়ে তোমায় ফিরিয়ে নিতে চায় এসো হে শৈশব।
কেনো এতো নির্বোধ চলে যাও নিঃস্ব করে।