প্রথম ব্রিটিশ হিসেবে গোলের ‘ফিফটিতে’ হ্যারি কেনের ইতিহাস
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত : ০২:১৬ পিএম, ৬ মার্চ ২০২৪ বুধবার

বায়ার্ন মিউনিখের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে জোড়া গোল করেন হ্যারি কেন। লাৎসির বিপক্ষের এই দুই গোলে প্রথম ব্রিটিশ ফুটবলার হিসেবে উয়েফার ক্লাব টুর্নামেন্টে ৫০+ গোলের মাইলফলক স্পর্শ করেন।
এর আগে টটেনহ্যাম হটস্পারের হয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ৭৬ ম্যাচ খেলে ৪৫ গোল করেছিলেন হ্যারি। আর বায়ার্নে যোগ দিয়ে এখন চ্যাম্পিয়নস লিগে তার মোট গোল হলো ৬। তাতে গোলের ফিফটি স্পর্শ করেন এই স্ট্রাইকার। সব মিলিয়ে ৮৪ ম্যাচে তার মোট গোল এখন ৫১টি।
তার আগে আরও দুইজন ব্রিটিশ ফুটবলার ইউরোপিয়ান প্রতিযোগিতায় কমপক্ষে ৪০ গোল করেছিলেন। তার মধ্যে লিভারপুলের কিংবদন্তি স্টিভেন জেরার্ড ৪১ ও ওয়েন রুনি করেছিলেন ৪০ গোল। তাদের দুজনকে পেছনে ফেলে প্রথম ব্রিটিশ তারকা হিসেবে গোলের ফিফটি করলেন হ্যারি কেন।
এদের বাইরে ওয়েলসের তারকা গ্যারেথ বেল করেছেন ২৫ গোল।