জবির প্রক্টরিয়াল বডিতে নতুন পাঁচ সহকারী প্রক্টর
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০১:১৬ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টরিয়াল বডিতে নতুন পাঁচজন সহকারী প্রক্টর নিযুক্ত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কিশোর রায়, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনির হোসেন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুনিরা জাহান সুমি, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. সুজাউদ্দিন এবং লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নুমান মাহফুজকে পরবর্তী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। তারা বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্ত হবেন।
সহকারী প্রক্টর নিযুক্ত হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কিশোর রায় বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব ভালোভাবে পালন করার চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকবো।