মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

সাংবাদিকদের কল্যাণে ডাটাবেজ তৈরী হচ্ছে-বিচারপতি নিজামুল হক নাসিম

নজরুল ইসলাম,

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৪ রোববার

প্রেস ইনষ্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ৩ সার্কিট হাউজ রোড, ঢাকা’র সেমিনার রুমে ঢাকা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। 

শনিবার  ৩ ফেব্রুয়ারি সকাল ১০ টায় শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, বিচারপতি নিজামুল হক নাসিম। 

তিনি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর আদেশে সাংবাদিকদের কল্যাণে ডাটাবেজ তৈরী হচ্ছে। কোনো জেলা থেকে আমাদের এই রিপোর্ট এখনো দেওয়া হয়নি। ঢাকা শহরের শুধু মাত্র একটি পত্রিকা ছাড়া আর কোন পত্রিকা এখন পর্যন্ত ডাটা জমা দেয়নি। আমরা মফস্বলে যাচ্ছি তাদেরকে বলছি ডাটা দেওয়ার জন্য। কোন উন্নয়নমূলক কাজ, শিক্ষামূলক কাজ এবং জনসচেতনতামূলক কাজ করতে গেলে এই ডাটাবেজ দরকার।

বিশেষ অতিথি ছিলেন প্রেস ইনষ্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ, তিনি বলেন, সাংবাদিকদের জানতে হয়, নিজেকে আপডেট রাখতে হয়, প্রতিটি মূহুর্তে খবরা-খবর নিতে হয়। এখন সকল লোক আপনার আমার আগেই তথ্য জেনে যায়। সাংবাদিকতা এখন আধুনিক হয়েছে, আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি, মোবাইল সাংবাদিকতার প্রশিক্ষণ দিচ্ছি, সামনে ড্রোন সাংবাদিকতার প্রশিক্ষণের কথা ভাবছি, আমাদের ওয়েবসাইটগুলো পরিদর্শন করলেই অনেক কিছু জানতে পারবেন। ১৯৭১-১৯৭৫ পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে যে বিজ্ঞাপনগুলো ছাপানো হয়েছে তার ১ম খন্ডটি বের করেছি এটি একটি গবেষণার বিষয়। আমরা গত মাসে শেখ হাসিনার বক্তিতার এক খন্ড সিরিজ রিল করেছি ১৯৭১-১৯৮৬ পর্যন্ত।  তিনি আরও বলেন সাংবাদিকদের আয়ের উৎস্য বিজ্ঞাপন, সার্কুলেশন নয়। কিন্তু বিজ্ঞাপন আজ সাইজে ছোট হয়ে গেছে, জেলা পর্যায়ে স্থানীয় প্রফেশনাল অধিদপ্তরের বা অন্যান্য সংস্থাগুলিতে বিজ্ঞাপন এবং অর্থঋণ আদালতে বিশাল বিজ্ঞাপন পাওয়া যেত কিন্তু সেখানে এখন ই-টেন্ডার হওয়ার কারণে বিজ্ঞাপনের সাইজ দুই থেকে তিন ইঞ্চি প্রকাশ করে বলেন ওয়েব সাইটে দেখেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওঃ ছালাহ উদ্দিন। সভাপতিত্ব করেন মোঃ শাহজাহান মিয়া, সভাপতি ঢাকা প্রেস ক্লাব। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক আলোর বার্তা পত্রিকার সাব এডিটর মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক ঢাকা প্রেস ক্লাব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্টা ওবায়দুল হক খান, এ্যাডভোকেট শফিকুল ইসলাম কাজল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল ওহাব রিংকুসহ অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

 

২০২৪-২০২৫ নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্য  মোঃ শাহজাহান মিয়া সভাপতি, মোহাম্মদ আলাউদ্দিন সহ-সভাপতি, মোঃ সাহাদাৎ হোসেন শাহিন সহ-সভাপতি, মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু সাধারণ সম্পাদক, মোঃ নজরুল ইসলাম খান যুগ্ম সাধারণ সম্পাদক, এইচ এম মাহফুজ সাংগঠনিক সম্পাদক, আফসানা রহমান অর্থ সম্পাদক, মোঃ বাবলুর রহমান দপ্তর সম্পাদক, ওবায়দুল হক প্রচার তথ্য ও গবেষনা সম্পাদক, নূরুন নাহার রীতা সমাজ কল্যাণ ত্রান ও পূনর্বাসন সম্পাদক, নির্বাহী সদস্য সখিনা বেগম কে প্রধান অতিথি বিচারপতি নিজামুল হক নাসিম শপথ পড়ান।