মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

শিবির নেতা মাহফুজের বাড়িতে স্থানীয় আওয়ামীলীগ-ছাত্রলীগের হামলা

সিলেট প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কনকলস গ্রামের বাসিন্দা শিবির নেতা মাহফুজের বাড়িতে হামলা করেছে ছাত্রলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ২টায় তারা মাহফুজের বাড়িতে হামলা চালায়।

এসময় আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতারা মাহফুজের বাড়ির রান্নাঘরের জানালা ভেঙে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করে  ঘরের  আসবাবপত্র ভাংচুর করতে থাকে।

ঘটনাকালীন সময় বাড়িতে অবস্থান করছিলেন মাহফুজের মা মনোয়ারা বেগম চৌধুরী। ভাঙচুর শেষে  মাহফুজের মায়ের রুমের দরজা ভেঙে তার দুই হাতের কব্জিতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে মাহফুজের মা অজ্ঞান হয়ে পড়েন।পরে প্রতিবেশীরা এসে তাকে হাসপাতালে নিয়ে যান। জ্ঞান ফিরলে কি হয়েছিল জিজ্ঞেস করলে মাহফুজের মা বলেন  জয় বাংলা জয় বঙ্গবন্ধু চিৎকার দিয়ে আমাকে ছুরিকাঘাত করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়।

মাহফুজের মায়ের বাল্য বন্ধু ফাতেমা তাপাদার জানান, গত (৩০ জানুয়ারি) মঙ্গলবার সিলেট জেলা প্রসক্লাবে মাহফুজের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা  মামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন মাহফুজের মা মনোয়ারা বেগম চৌধুরী। সম্মেলন শেষে মাহফুজের মা বাড়িতে অবস্থান করার খবর পেয়ে স্হানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা মাহফুজের বাড়িতে হামলা চালায়।

উল্লেখ্য, সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কনকলস গ্রামের বাসিন্দা মাহফুজ আহমদ চৌধুরী একজন শিবির নেতা। তিনি সিলেট সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পড়ালেখা করেন। কলেজে অধ্যয়নরত থাকাকালীন সময়ে মাহফুজ বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, সিলেট মহানগর ২২ নং ওয়ার্ড উপশহরের কর্মীর দায়িত্ব পালন করেন।