রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

সমুদ্র পাড়ি দিয়ে ইন্দোনেশিয়ায় আরো ১৩০ রোহিঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক:

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সমুদ্র পাড়ি দিয়ে আরো ১৩০ জনেরও বেশি জাতিগত রোহিঙ্গা শরণার্থী ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন। বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী সংস্থার এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। 

 

সাম্প্রতিক সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে মিয়ানমারের মুসলিম সংখ্যালঘুদের আগমন ব্যাপকভাবে বেড়েছে। দেশটিতে ১৩০ জনের বেশি রোহিঙ্গার উপস্থিতি সর্বশেষ ঘটনা।


সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘু রোহিঙ্গারা আচেহ উপকূলে নামার পর স্থানীয়দের প্রত্যাখ্যান ও শত্রুতার সম্মুখীন হয়েছে।


ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় দুই হাজার রোহিঙ্গা এসেছে।


ইন্দোনেশিয়ায় ইউএনএইচসিআরের প্রটেকশন অ্যাসোসিয়েট ফয়সাল রহমান জানান, বৃহস্পতিবার সকালে ১৩০ জনের বেশি রোহিঙ্গা পূর্ব আচেহ এলাকায় পৌঁছেছে।


বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছে দেশটির ক্ষুদ্র, মুসলিম নৃ-গোষ্ঠী রোহিঙ্গা। মিয়ানমারের সামরিক জান্তা রোহিঙ্গা সদস্যদের মিয়ানমারের নাগরিকত্ব দেয় না এবং তাদেরকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকে আসা অবাঞ্ছিত মানুষ হিসেবে বিবেচনা করে।


প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিলের মাঝে সমুদ্র শান্ত থাকা অবস্থায় নির্যাতিত রোহিঙ্গা সদস্যরা মিয়ানমার ছেড়ে কাঠের তৈরি ভগ্নদশার নৌকায় করে প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পালিয়ে যায়।