মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

১৬ দিনেও সন্ধান মিলেনি মাদ্রাসা ছাত্র ইমাম উদ্দিন ইভানের

মোঃ কাওছার আহম্মেদ রাঙ্গাবালী পটুয়াখালী

প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিখোঁজের ১৬ দিনেও সন্ধান মেলেনি ইমাম উদ্দিন ইভান (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের । এ ঘটনায় গলাচিপা থানায় একটি  ডায়েরি করেছেন ইমাম উদ্দিন  ইভানের বাবা। থানায় ডায়েরি করার ১৬ দিন পেরিয়ে গেলেও এখনো ইমাম উদ্দিন ইভানের কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে ছেলে নিখোঁজ হওয়ার পর থেকেই ছেলের সন্ধান পেতে বিভিন্ন স্থানে ঘুরছেন বাবা সিরাজুল ইসলাম  ।

 

নিখোঁজ ইমাম উদ্দিন ইভান  উপজেলার পুর্ব বাহেরচর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে । সে গলাচিপা ইচাদী মাদ্রাসার নাজেরানা বিবাগের ছাত্র।

নিখোঁজ ইমাম উদ্দিন ইভানের বড় ভাই ইমরান  জানান, আমার ছোট ভাই ইমাম উদ্দিন  ইভান গলাচিপা ইচাদী মাদ্রাসায় নাজেরানা বিভাগে পড়ে, বর্তমানে ১১ পাড়া কোরআনের হাফেজ সে । গত ১৬ জানুয়ারী (মঙ্গলবার)  সকালে  আমখলা আামার  দুলাভাইয়ের বাসা থেকে গলাচিপা  ইচাদী মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা হয়, আমরা বৃহস্পতিবার মাদ্রাসার বড় হুজুরের কাছে কল দিয়ে ইভানের সাথে কথা  বলতে চাইলে হুজুর বলে ইভান তো মাদ্রাসায়  আসেনাই। সেই দিন থেকে সে হঠাৎ করে নিখোঁজ হন। সেই দিন থেকে আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান  পাইনি ইমাম উদ্দিন  ইভানের ।  এরপর তার সন্ধান পেতে গলাচিপা  থানায় একটি  ডায়েরি করেছি। তারপরেও আজ পর্যন্ত  ইভানের কোন সন্ধান মেলেনি। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার ভাইয়ের খোঁজ পান, তাহলে এই মোবাইল নম্বরে (০১৭২৪২৪১৬২২) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। 

    (পরিচয় পত্র)

নাম - হাফেজ মোঃ ঈমাম উদ্দিন (ইভান) 

পিতা - মোঃ সিরাজুল ইসলাম হাং

মাতা - মোসাঃ কোহিনুর বেগম

গ্রাম - রাঙ্গাবালী,পুর্ববাহের চর (পটুয়াখালী)

থানা / উপজেলা - রাঙ্গাবালী

জেলা - পটুয়াখালী 

বয়স - ১৪ বছর

হারানোর সময় - ১৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১১:৩০ টা

হারানোর স্হান - গলাচিপা  আমখলা

গায়ের রং -  স্যামলা

 

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফেরদৌস আলম খান  বলেন, বিষয়টি নিয়ে একটি ডায়েরি করা হয়েছে।  মাদ্রাসা  ছাত্রের কাছে সেলফোন না থাকায় লোকেশন শনাক্ত করা যাচ্ছে না,  তবে  আমরা বাংলাদেশের সমস্ত  থানায় ছবি সহ ম্যাসেজ দিয়েছি।  এবং আমরা ছেলেটির সন্ধানের জন্য চেষ্টা করছি। আশা করছি, দ্রুত ছেলেটির খোঁজ পাওয়া যাবে।