সিলেটে শান্তি গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত
আরিয়ান আহমেদ রাজন:
প্রকাশিত : ০৯:২৩ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

আজ ৩০ জানুয়ারি, মঙ্গলবার সারা দেশে আওয়ামী লীগের সকল সাংগঠনিক জেলা ও উপজেলা পর্যায়ে শান্তি,গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা করার জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ৩০ জানুয়ারি, মঙ্গলবার, সকাল ১১:৩০ টায় ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত "শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা" অনুষ্ঠিত হয়,
উক্ত শোভাযাত্রায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ,সিলেট জেলা ও মহানগর যুব মহিলা লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, মহানগরের সকল ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত ছিলেন, রেজিস্ট্রি মাঠ থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে এসে গুরুত্ব পূর্ণ বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।গুরুত্ব পূর্ণ বক্তব্য শেষে সমাপ্ত হয়,
এতে অংশগ্রহণ করেন, সিলেট জেলা যুব মহিলা লীগ এর সাধারণ সম্পাদক - হাকীম দিনা আক্তার,
সিলেট মহানগর যুব মহিলা লীগ এর সভাপতি - সুফিয়া ইকবাল খান,
সহ সভাপতি - শাহানা আক্তার শাবানা,
সাধারণ সম্পাদক -ইঞ্জিনিয়ার মরিয়ম পারভীন,
সাংগঠনিক সম্পাদক - লাকী আহমেদ,
দপ্তর সম্পাদক -চাঁদ সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক -সৈয়দা প্রিয়া ,
হাজেরা বেগম,
সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ, মাহমুদা আক্তার রিনা, রোশনা বেগম, ইয়ারুন নেছা, সৈয়দা রোকিয়া সুলতানা, লাকী বেগন, অন্যান্য নেতৃবৃন্দ।