রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তবে কি শেষ হতে যাচ্ছে ইমরান খানের রাজনৈতিক ক্যারিয়ার!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

ইমরান খান - ফাইল ছবি

ইমরান খান - ফাইল ছবি

রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় ১০ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। দুর্নীতির আরেকটি মামলায় সাজা পেয়ে যিনি বর্তমানে কারাগারেই রয়েছেন।

 

এর আগে ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে বাধ্য হন ইমরান খান। তারপর থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে। এরমধ্যে তোষাখানা মামলায় গত বছর তাকে দোষীসাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের একটি আদালত।

 

জনপ্রিয় ক্রিকেট তারকা থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, তার বিরুদ্ধে হওয়া সব মামলা রাজনৈতিক উদ্দেশ প্রণোদিত।

 

পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পাকিস্তানি সাধারণ জনগণের মাঝে ব্যাপক জনপ্রিয় হওয়ার পরও কারাদণ্ডিত হওয়ার কারণে ইমরান এবারের নির্বাচনে অংশ নিতে পারছেন না। যদিও ইমরানের পক্ষ থেকে তার দলের নেতারা তার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু পাকিস্তানের সংবিধান অনুযায়ী দণ্ডিত কোনো ব্যক্তি সরকারি কোনো পদ গ্রহণ করতে পারবেন না। এই অজুহাত দেখিয়ে পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করে দেয়।

 

ইমরানের পাশাপাশি তার পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও এদিন একই মামলায় ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত। এসব ঘটনায় অনেক রাজনৈতিক বোদ্ধারাই ৭১ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক ক্যারিয়ারের শেষ দেখতে শুরু করেছেন।