মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

হরিরামপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের শীতার্ত ৪৫০ জনের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মো. হান্নান মৃধার নেতৃত্বে রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. লুৎফর রহমানের অর্থায়নে তার নিজ বাড়িতে এই কম্বল বিতরণ করা হয়।

রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোশাররফ হোসেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুল হক আজাহার, সাধারণ সম্পাদক সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, মো. রেজাউল করিম, মো. খোরশেদ আলম, মো. নৈমুদ্দিন শেখ, মো. হযরত মোল্লা, মো. হাবিবুর রহমান হবি এবং মো. আলমগীর মোল্লা।