শিক্ষার্থীদেরকে পিঠার সাথে পরিচিত করাতে পিঠা উৎসবের আয়োজন।
নিজস্ব প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত : ০৩:০০ পিএম, ২৫ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

শিশু শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদেরকে পিঠার সাথে পরিচিত করাতে গাজীপুর সদরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী পিঠা উৎসব।
গাজীপুর সদর উপজেলায় চাইল্ড হোমস একাডেমিতে নবীন বরণ ও প্রতিষ্ঠা কালিন প্রথম পিঠা উৎসবের আয়োজন করে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রতাপ চন্দ্র বর্মণ।
২৫ শে জানুয়ারি (বৃহস্পতিবার ) সকালে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে কাতলামারা গ্রামে অবস্থিত চাইল্ড হোমস একাডেমি প্রাঙ্গণে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে স্কুল কতৃপক্ষ ও ছাত্র ছাত্রীদের আয়োজনে হরেক রকমের পিঠা দিয়ে সাজানো হয় পিঠা উৎসবের স্টল গুলো। উৎসবে স্কুল কতৃপক্ষ নানা রকমের প্রায় ৫০ ধরণের পিঠাপুলি তৈরি করে।সকাল থেকে একাডেমি প্রাঙ্গণে সকল ছাত্র ছাত্রী এবং অবিভাবকদের পিঠা উৎসবের আমেজ বিরাজ করে।
এসবের মধ্যে ছিল কমলা লেবু,নিম পাতা,কদম ফুল,শখের রসবরা,লাভ পিঠা,ফুল পিঠা, ধান সেমাই, ভাপাপুলি, দুধপুলি, আওলা কেশরি, পুলি, ঝিনুক, পাঠিসাপটা, জামাই পিঠা এবং গোলাপ।
আরো ছিল চিতই, কানমুচরি, পায়েশ, পুডিং, তেল পিঠা, দুধ চিতই, ফুল পিঠা, ঘিড়, মুঠা পিঠা, রস গোলাপ এবং কেক সহ আরো অনেক রকম পিঠা।
মনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক নিরুপমা বর্মণের উদ্বোধনের মাধ্যমে উক্ত পিঠা উৎসবের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত পিঠা উৎসবে চাইল্ড হোমস একাডেমির সভাপতি বাবু সুরেন্দ্র বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু শৈলেশ চন্দ্র বর্মণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়ালগড়ের ইউপি সদস্য শেখ এমদাদুল হক।
অনুষ্ঠানে অত্র একাডেমির সহকারী শিক্ষিকা তানজিলা ফেরদৌস এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগ নেতা রাজু আহমেদ বাবু, ব্যবসায়ী রাজীব ভূইয়া,সেলিম হোসেন সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক,ছাত্র ছাত্রীরা।