জুড়ীতে কনকনে শীতের মধ্যে গ্রামীণ ব্যাংকের শীতবস্ত্র বিতরন
মোঃ মাছুম আহমদ জুড়ী মৌলভীবাজার
প্রকাশিত : ০৭:০২ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

মৌলভীবাজার জেলার গ্রামীণ ব্যাংক জুড়ী শাখার পক্ষ থেকে শীতার্ত সংগ্রামী সদস্য (ভিক্ষুক) দের মাঝে মঙ্গলবার (২৩ জানুয়ারি) শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক শাখা ব্যবস্থাপক চন্দন মিত্র, সহকারী ব্যবস্থাপক চন্দন রায়, সাংবাদিক হাদিস মোহাম্মদ, ব্যাংকের কর্মকর্তা শফিকুল ইসলাম,লিটন দেব ও সঙ্গীতা দাশ। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক চন্দন মিত্র।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপক চন্দন মিত্র বলেন, বেশ কয়েকদিন ধরে দেশব্যাপি শৈত্যপ্রবাহ চলছে। এতে শীতবস্ত্রের অভাবে হতদরিদ্র মানুষেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অসচ্ছল হতদরিদ্র মানুষের তীব্র শীতকষ্টে আমরা পাশে দাঁড়াতে চাই। যেকোন দুর্যোগ মুহূর্তে গ্রামীন ব্যাংক যেভাবে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করে সেই ধারাবাহিকতা বজায় রাখতে এই শীতেও সারা দেশে শীতার্ত মানুষের মাঝে ব্যাংকের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। গ্রামীণ ব্যাংকের এধরণের মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।