মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে গৃহবধূর লাশ: লাপাত্তা পরিবারের লোকজন  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২৪ শুক্রবার

নাবিলা আক্তার নামে এক গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছে শ্বশুর বাড়ির লোকজন এমনটাই অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ঐ গৃহবধূ মারা যায়। পরে মৃত্যুর কথা শুনে শ্বাশড়িসহ পরিবারের লোকজন পালিয়ে যায়। বাইশ বছর বয়সী মৃত নাবিলা আক্তার জেলার সদর উপজেলার বুধল ইউনিয়ন বেতবাড়িয়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, নাবিলাকে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বড় পুকুরপাড় গ্রামের সুজন মিয়ার সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয় প্রায ৬ বছর আগে। বিয়ের কিছুদিন পর নাবিলার বাবা বাবুল মিয়া নিজের টাকা দিয়ে সুজনকে সৌদি আরবে পাঠান। বিদেশ গিয়ে তার বড় ভাই ওসমানের কাছ থেকে একটা জায়গা কিনেন সুজন। এরপর থেকে এ জায়গা নিয়ে শ্বাশুড়ি, দেবরদের সঙ্গে ঝগড়া হতো নাবিলার। আজও ঝগড়ার হয় তাদের মধ্যে। পরে নাবিলা তাদের সঙ্গে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাবিলা মারা যায়। পরে লাশ হাসপাতালের ট্রলির ওপর রেখে শ্বশুরবাড়ির লোকেরা পালিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।