মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

চাঁপাইনবাবগঞ্জে রেডক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

চাঁপাইনবাবগঞ্জে সোমবার (১৫ জানুয়ারি) শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট। সকাল ১০টায় জেলাশহরের নবাবগঞ্জ ক্লাব চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা রেড ক্রিসেন্টের নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, সাধারণ সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ সান্টু, নির্বাহী সদস্য আবু সুফিয়ান, নির্বাহী সদস্য আল কামাল ইব্রাহিম রতন, জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেবেল অফিসার মাহামুদুর রহমান, জেলা যুব রেড ক্রিসেন্ট প্রধান সামিম রেজাসহ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা। 

বক্তারা শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান।