সোনামসজিদ স্থলবন্দরে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৬:৫০ পিএম, ১৬ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

চাঁপাইনবাবগঞ্জে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড’র কর্মরত শ্রমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড-জিবিইএল ও কালিয়ার রেপ্লিকা এন্ড কালিয়ার প্যাকেজিং লিমিটেডের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ কার্যক্রমের
উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান, সোনামসজিদ স্থলবন্দরের সহকারী পরিচালক আলিমুজ্জামান বকুল, পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম, সিনিয়র ম্যানেজার টিপু সুলতান, শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম টিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসময় পানামা পোর্ট লিংক এর ম্যানেজার মোঃ মাইনুল ইসলাম জানান, আজ পোর্টে কর্মরত ২ হাজার ২শ’ শ্রমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড কর্মরত শ্রমিকসহ হতদরিদ্র শীতার্তদের মাঝে প্রতিবছর শীতবস্ত্র বিতরণ করে আসছে এবং আগামীতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।