শাল্লায় ৬টি দোকান আগুনে পুড়ে ছাই
বকুল আহমেদ তালুকদার -শাল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৫:১৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

শাল্লা উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এসে পুলিশের সহযোগীতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘুঙ্গিয়ারগাঁও বাজারের ব্যবসায়ী উত্তম রায় জানান, সকালে মৎস্য বাজারের রোডে একটি রেস্টুরেন্টের কারখানায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় একটি কসমেটিকস দোকানসহ ৬টি পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা এসে প্রায় দুই ঘন্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে ছোট-বড় প্রায় ৬টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।