প্রাথমিকের সঙ্গে মাধ্যমিকের শিক্ষার সমন্বয় হবে: প্রতিমন্ত্রী টুসী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২৪ রোববার
প্রাথমিকের সঙ্গে মাধ্যমিকের শিক্ষার সমন্বয় আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী টুসী।
তিনি বলেছেন, প্রাথমিকের সঙ্গে মাধ্যমিকের সমন্বয় করে সবাইকে একটা সুন্দর জায়গায় নিতে চেষ্টা করব। এটা তো আসলে একটা জেনারেশন তৈরির জায়গা। স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে স্মার্ট নাগরিক প্রয়োজন। সেই জায়গা থেকে কাজ শুরু করব।
রোববার দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের শুরুর দিনেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটা ইশতেহার দিয়েছেন। সেই ইশতেহার পূরণের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। কারণ জনগণের কাছে এটা আমাদের অঙ্গীকার। সেই অঙ্গীকার পূরণে আমি গুরুত্ব দেব। পাশাপাশি বিগত সময়ে যে কাজগুলো চলে আসছে সেগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।