মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মাঝে বেকা`র কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৯ এএম, ১৪ জানুয়ারি ২০২৪ রোববার

চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় পৌর এলাকার ৯নং ওয়ার্ড ফতেপুরে বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে এসব কম্বল করা হয়।

বেকা জেলা ইউনিটের সভাপতি ফরহাদ আহমেদ এর সভাপতিত্বে ও মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইউনিটের উপদেষ্টা নাসির উদ্দিন খান এবং সমাজসেবক আব্দুল মান্নান বিশ্বাস। 
আরোও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক মো. তোসিকুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এক্স-ক্যাডেটরা নিজেদের অর্থায়নে বিভিন্ন ধরণের সেবামূলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটি নতুন দিগন্ত সৃষ্টি করেছে। ভবিষ্যতেও দুঃস্থ, দুঃখী সমাজে অবহেলিত মানুষের পাশে থেকে সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।