পোশাক খাতের যেসব উদ্যোক্তা সংসদ সদস্য হলেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১১:১৭ এএম, ১৪ জানুয়ারি ২০২৪ রোববার

দেশের রপ্তানি আয়ের শীর্ষ খাত তৈরি পোশাক ও বস্ত্র খাতের অনেক উদ্যোক্তা এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁদের কেউ আওয়ামী লীগের, কেউ জাতীয় পার্টির এবং কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। বিজিএমইএর তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে পোশাক খাত থেকে ১৫ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এর মধ্যে ৬ জন নতুন।
এর মধ্যে যাঁরা এবার ভোটযুদ্ধে জয় পেয়েছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রেনেসাঁ গ্রুপের প্রতিষ্ঠাতা পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, হা-মীম গ্রুপের কর্ণধার এ কে আজাদ, ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুচ ছালাম, মণ্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মণ্ডল, এনভয় গ্রুপের কর্ণধার সালাম মুর্শেদী, নিপা গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএ পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী।
বাণিজ্যমন্ত্রী ও সেপাল গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক টিপু মুনশি রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে নৌকা প্রতীকে জয় পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক।
নিপা গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমই এর পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী ঢাকা-১৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ খসরু চৌধুরী এবার কেটলি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেসরকারীভাবে বিজয় হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের এস এম তোফাজ্জল হোসেন। দেশের নেতৃস্থানীয় শিল্পগোষ্ঠী ওয়েল গ্রুপের এই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুচ ছালাম চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী। শাশা ডেনিমসের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবার চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে নির্বাচন করেছিলেন আওয়ামী লীগের সমর্থন নিয়ে। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী।