মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

পঞ্চগড়ে ডিবি পুলিশের অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড়

প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৩ জানুয়ারি ২০২৪ শনিবার

পঞ্চগড়ে ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে শুষ্ক গুল্মো গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি)  সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। 

আটক মোঃ রমজান আলী (৩০) এলাকার লাঠুয়াপাড়া এলাকার মৃত জালাল এর ছেলে। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর থানাধীন ০৮নং ধাক্কা মারা ইউনিয়নের অন্তর্গত লাঠুয়া পারা এলাকা থেকে মোঃ রমজান আলী (৩০) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ (পাঁচ শত) গ্রাম শুষ্ক গুল্মো গাজা উদ্ধার করা হয়। 

এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া রমজান আলী'র বিরুদ্ধে পঞ্চগড় থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।