মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত : ১২:০৮ পিএম, ১২ জানুয়ারি ২০২৪ শুক্রবার

চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভাটি হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহা. আদীব আলী।


সভায় অংশগ্রহণ করেন- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা জজ নির্মলেন্দু দাস, যুগ্ন জেলা ও দায়রা জজ গোপাল চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নূরুজ্জামান, সিনিয়র সহকারী জজ সুমন কুমার কর্মকার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লা আল মামুন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. একরামুল হক পিন্টু, সহকারী সরকারি কৌশলী আঞ্জুমান আরা, জিপি মো. রজবুল হক, জেল সুপার মো. শরিফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর মোসা. উম্মে কুলসুম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মো. মাহমুদার রহমান সহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রুখসানা খানম।


সভায় বক্তারা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে জেলার হতদরিদ্র মানুষ বিনামূল্যে আইনি সেবা পাচ্ছেন। তাদের আইনগত সহায়তা নিশ্চিত করতে লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আরো বিস্তৃত করার উপর গুরুত্বারোপ করা হয়।