মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

গাজীপুরে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোঃ সামিউল বাসার, কালিয়াকৈর (গাজীপুর) 

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ১০ জানুয়ারি ২০২৪ বুধবার

গাজীপুরে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।  মঙ্গলবার (৯ জানুয়ারি) কালিয়াকৈর মৌচাক এলাকায়  এ আয়োজন করা হয়। 

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের গাজীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় গাজীপুর জেলা শাখার সভাপতি মো: রফিক মাহমুদের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মো: মোজাফ্ফর আহমেদ, সাধারণ সম্পাদক মো: রেদওয়ান খান হৃদয় সহ সংগঠনের সদস্যবৃন্দরা। 

এসময় সংগঠনটির গাজীপুর জেলা শাখার সভাপতি মো: রফিক মাহমুদ বলেন, সংগঠনকে নতুন একটি কমিটি উপহার দিয়ে আরোও গতিশীল করার লক্ষে কাজ করে যাচ্ছেন এবং অসহায় মানুষদের পাশে থেকে তাদের সেবায় নিজেদেরকে সর্বদা নিয়োজিত রাখতে হবে।