মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

পটুয়াখালী ৪ আসনে নৌকার বিজয়

মোঃ কাওছার আহম্মেদ রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ৮ জানুয়ারি ২০২৪ সোমবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (রাঙ্গাবালী ও কলপাড়া) আসনে জয়ী হলেন নৌকার প্রার্থী মহিববুর রহমান মহিব।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (রাঙ্গাবালী ও কলপাড়া) আসনে জয়ী হলেন নৌকার প্রার্থী মহিববুর রহমান মহিব।

রোববার (৭ জানুয়ারি) বেসরকারি ফলাফল সূত্রে জানা গেছে, মো. মহিববুর রহমান নৌকা প্রতীকে ৬০ হাজার ৮৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান তালুকদার পেয়েছেন ৪৮ হাজার ৫৭৬ ভোট। সেই হিসেবে ১২ হাজার ২৮০ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছে নৌকা।

এর আগে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপর শুরু হয় ভোট গণনার কাজ। রাত ৯টায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশ করা হয় বেসরকারি ফলাফলের কপি

এ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।  এরমধ্যে  তিনজন দলীয় এবং বাকি তিন জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এ আসনে মোট ভোট কেন্দ্র ছিল ১১০টি।