শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

কুমিল্লা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের জয়

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫২ পিএম, ৭ জানুয়ারি ২০২৪ রোববার

নৌকা ডুবিয়ে জয় ছিনিয়ে নিল স্বতন্ত্র প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।গণনার কাজও শেষ। কুমিল্লা-৪ আসন থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.আবুল কালাম আজাদ।

রোববার (৭জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে। পরে শুরু হয় ভোট গণনার কাজ। দেবিদ্বার উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী  মো. আবুল কালাম আজাদ ঈগল প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৮০৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল পেয়েছেন ৮১ হাজার ২৫৭ ভোট। ১৫ হাজার ৫৫০ ভোটে এগিয়ে আছেন ঈগল প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ। এ আসনে মোট ভোট পড়েছে ৪৯.০৯ শতাংশ। 


এ উপজেলায় মোট ভোটার আছে ৩ লক্ষ ৭৪ হাজার ৫২৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৯৪ হাজার ২৭৬ এবং নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ২৫০জন। মোট ভোট কেন্দ্র  ১১৪ টি।