বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শাল্লায় পূর্বশত্রুদার জেরে বোরো চারা রোপনকৃত জমিতে মই

 শাল্লা প্রতিনিধ 

প্রকাশিত : ০৭:৪১ পিএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার

পূর্ব শত্রুতার জেরে সুনামগঞ্জের শাল্লায় এক কৃষকের জমিতে বোরো ধানের চারা মই দিয়ে ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শান্তিনগর গ্রামের বজলু মিয়া, মমিন মিয়া ও সাদ্দাম মিয়ার নেতৃত্বে গ্রামের কিছু মানুষ  ছোট চাকই বিল এলাকায় রোপনকৃত বোরো ধানের চারা ভেঙ্গে ফেলেন বলে কৃষকের অভিযোগ।

এই ঘটনার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। শান্তিনগর গ্রামের নাসির উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন দুই সাইডে আমি বর্গাজমি চাষ  করেছি এবং মধ্যে কিছু কাশ খতিয়ান জায়গা ছিল ওই জায়গাটি আমি রুপন করেছি,

 আর আমার গ্রামের কিছু লোক এই রুপন কৃত ্রি জায়গাটি ভেঙ্গে ফেলেছে এখানে কোন রাজনৈতিক বিষয় নয় এটা আমাদের পারিবারিক দ্বন্দ্ব।  এদিকে ভেড়াডহর গ্রামের রঞ্জন কুমার বৈষ্ণবের দাবি ওই জমির মালিক  তিনি, ৮৫ বছর যাবত এই জমি ভোগ দখল করে আসছেন,

 অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান জানান আমার কাছে এখনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কোনো ঘটনা ঘটলে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এবং অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যাওয়ার জন্যই পুলিশ মোতায়েন করা হয়েছে।

কৃষক রঞ্জন বৈষ্ণব আরো বলেন, জোরপুর্বক ফসলী জমি মই দিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে। তবে এই ঘটনায় আমি শাল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি এবং দ্রুত আসামীদের গ্রেফতারের দাবী জানান তিনি।

 কিন্তু পুর্ব পুরুষের স্বত্ত¡ দখলীয় জমি ভুলবশত সেটেলমন্টে জরিপে কুড়ি শ্রেনী হিসেবে সরকারি খতিয়ানভুক্ত হয়েছে। যা বিজ্ঞ আদালতে স্বত্ত¡  মোকাদ্দমা মামলার বিচার প্রক্রিয়াধীন রয়েছে।

ফসলী জমিতে মই দেয়া ব্যাক্তি ইয়াকুব জানান, শান্তিনগর গ্রামের বজলু মিয়ার ছেলে সাদ্দাম মিয়া, নজরুল ও গাজী মিয়ার কথায় জমিতে মই দিয়ে বোরো ধানের চারা ভেঙ্গে ফেলেছে।

সাদ্দাম মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, এই ঘটনার সময় আমি ঘুঙ্গিয়ারগাঁও বাজারে ছিলাম।