ডামি নির্বাচন বর্জনে মান্দায় বিএনপি`র লিফলেট বিতরণ
মাহবুবুজ্জামান সেতু, মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জন্য জনমত তৈরির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে নওগাঁর মান্দায় লিফলেট
বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার ২নং ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে মান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু'র নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মুকুল, যুবদলের যুগ্ম আহবায়ক ওবায়দুল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তালহা জোবায়ের, শামিম হোসাইন সাজু, ছাত্রদলের অন্যতম নেতা আল আমিন, রিসালাত-ই-সাজিদ সহ বিএনপি নেতা আতিকুর রহমান টুলু, রফিকুল ইসলাম চেয়ারম্যান, আবু বক্কর, যুবদল নেতা মোমিন মোল্লা, আনারুল এবং টুটুল প্রমূখ।