বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

বগুড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবাদ র‍্যালী

বগুড়া সদর উপজেলা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫২ এএম, ২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

ছাত্রদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদল আয়োজিত সংসদ নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ র‍্যালী শহরের প্রধান প্রধান রাজপথ প্রদক্ষিন করে। 

বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলম সিদ্দিকীর রিগ্যান নেতৃত্বে প্রতিবাদ  র‍্যালীতে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপি সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সহিদ-উন-নবী সালাম, জেলা যুবদল আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম। 

এদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী জানান, দেশজুড়ে ছাত্রদল নেতা কর্মীদের গণগ্রেফতার, হামলা ও অভিযানের নামে বসতবাড়ি ভাঙচুর আত্মীয়-স্বজনদের গ্রেফতারের প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করে।