শ্রীপুরে এক নির্মাণ শ্রমিকের বসতবাড়ী জবরদখলের চেষ্টা,থানায় অভিযোগ
শ্রীপুর (প্রতিনিধি) গাজীপুর:
প্রকাশিত : ১১:৫২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৩ শনিবার

গাজীপুরের শ্রীপুরে এক দিনমজুর নির্মাণ শ্রমিককে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।এঘটনায় শফিকুল ইসলাম শ্রীপুর থানায় মৃত আ:কাদেরের ছেলে রমজান আলী,রমজান আলীর ছেলে নবী হোসেন,নুর মোহাম্মদকে অভিযুক্ত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর ও শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,নির্মাণ শ্রমিক দিনমজুর শফিকুল ইসলাম সে নির্মাণ শ্রমিকের কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে ১.৭৫ শতাংশ জমি ক্রয় করে,তার সহায় সম্ভল বলতে এই জমিটুকুই,আর জমি ভূমিদস্যুরা জবরদখল করে নিয়ে যাওয়ার পায়তারা করছে।শফিকুল ইসলাম নির্মাণ শ্রমিকের কাজের জন্যে সুনামগঞ্জ ও টাঙ্গাইলে কাজ করতে যায়।প্রায় বেশকিছুদিন কাজ শেষে তার নিজ বাড়ি শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে বাড়িতে আসিয়া দেখে তার ক্রয় সূত্রে রেকর্ডভুক্ত ১.৭৫ শতাংশ জমি বাড়িঘর অবৈধভাবে জবরদখলের চেষ্টা করছে রমজান আলী ও তার ছেলে নবী হোসেন,নুর মোহাম্মদসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন।শফিকুল ইসলাম প্রতিবেদককে বলেন,৩ নং গাজীপুর মৌজার যাহার এসএ৫০৬,আরএস৮৪০খতিয়ান।এসএ ১২৯৬দাগ,আরএস দাগ৪১৯১,৪১৯৯,৪২০০নং দাগে ১.৭৫ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক আমি এই জমিতে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলাম।আমি নির্মাণ শ্রমিকের কাজের জন্যে সুনামগঞ্জ ও টাঙ্গাইলে যায়,ওইখানে বেশকিছু দিন কাজ করে নিজ বাড়িতে এসে দেখি আমার জমিসহ বাড়িঘর ও গাছপালা জবরদখল করে রেখেছে ভূমিদস্যরা।প্রতিবাদ করতে গেলে আমাকে ও আমার পরিবারকে প্রাননাশের হুমকি এবং মোটা অংকের চাঁদা দাবি করে।চাঁদা না দিলে আমাকে ও আমার পরিবারকে মিথ্যা মামলা দিয়া হয়রানি করবে বলে হুমকি দেয়।এ ব্যাপারে স্থানীয় গন্যমাণ্যদের কে অবগত করিয়া গত(২৮ ডিসেম্বর) শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।ভুক্তভোগী শফিকুল ইসলাম আরো বলেন,অভিযুক্ত বিবাদীরা যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আমার ও আমার পরিবারের ক্ষতি সাধন করিতে পারে।ভুক্তভোগী শফিকুল এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে বলে জানান।ভোক্তভোগী শফিকুল প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এবং তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের দাবি জানান।