শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৭ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

বরিশালে প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৭:২০ এএম, ২৯ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার বরিশালে আসছেন। তিনি বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে ভাষণ দেবেন। বরিশালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সমাবেশে ১০ লাখের বেশি মানুষকে জমায়েত করার লক্ষ্য আওয়ামী লীগের।


এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বরিশালে এসেছিলেন শেখ হাসিনা। 
প্রায় ছয় বছর পর শেখ হাসিনার সফর ও আওয়ামী লীগের নির্বাচনী জনসভা ঘিরে বরিশালের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। বঙ্গবন্ধু উদ্যানে মহাসমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তৈরি করা হয়েছে নৌকার আদলে মঞ্চ, যেখানে দাঁড়িয়ে ভাষণ দেবেন শেখ হাসিনা।


মাঠও প্রস্তুত করা হয়েছে। শুধু সেগুলোই নয়, প্রধানমন্ত্রী সফরের সময় যে রাস্তাগুলো ব্যবহার করবেন সেগুলোও সাজানো হয়েছে।
 
প্রধানমন্ত্রীর সমাবেশের মঞ্চে অন্তত ৪৫০ জন অতিথির জন্য ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও জেলা-উপজেলা এবং পৌরসভার জনপ্রতিনিধি থাকছেন।

তাঁদের পাশাপাশি থাকবেন বর্তমান সংসদ সদস্য প্রার্থীরা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাও থাকছেন বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রীর সফর কমিটির মুখপাত্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভার সব প্রস্তুতি সম্পন্ন। জননেত্রীকে স্বাগত জানাতে গত কয়েক দিন ধরে নিরলসভাবে নেতাকর্মীরা কাজ করেছেন। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জনসভায় ১০ লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করা হয়েছে।


শুক্রবারের জনসভা বরিশালের ইতিহাসে স্মরণকালের বৃহত্ সমাবেশ হবে বলে আমরা মনে করছি।’
প্রধানমন্ত্রীর সফর ঘিরে বরিশালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো বরিশালে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের অন্তত ২৫টি ইউনিটের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। কয়েক হাজার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।