ব্যতিক্রম হলে কপালে দুর্দশা আছে
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশিত : ০১:২৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হিসেবে র. আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ব্যাপক গণসংযোগ করছেন।
তাঁর বিজয় সুনিশ্চিত করার লক্ষে ব্রাহ্মণবাড়িয়া-০৩ (সদর ও বিজয়নগর) আসনের সর্বত্র এ মাথা থেকে ও মাথা তিনি সকাল থেকে মধ্যরাত অবধি গণসংযোগ ও পথসভায় ব্যস্ত থেকে ভোটারদের কাছে নৌকা প্রতিককে বিজয়ী করতে ভোট চাইছেন। তাঁর সাথে জেলা আওয়ামী লীগের সকলশ্রেণির নেতারা রাতদিন কাজ করছেন।
কিন্তু তারপরও কিছু কথা সাধারণ মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে। যে কথাগুলো এই বৃহৎ দলটির জন্য সু সংবাদ নয়। কথা হয় সদর উপজেলার সুহিলপুর গ্রামের রাকিব মিয়ার সাথে। তিনি জানান- স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অনেক লোক কাজ করছেন। বিশেষ তরে তারা দিনে নৌকা আর রাতে কাঁচির জন্য কাজ করছেন বলে দাবি করেন তিনি। মেড্ডা গ্রামের বাসিন্দা রতন মিয়া বলেন, এই আসনে মোকতাদির চৌধুরীর বিকল্প কোনো লোক নেই। আমরা তাঁর জন্যই নিরাপদে আছি। এখানে মোকতাদির চৌধরী এমপি নির্বাচিত হবার পর চাঁদাবাজী নেই। আগে প্রকাশ্যে চাঁদাবাজী হতো।
মানুষের চলাফেরার নিরাপত্তা ছিল না। রামমরাইল গ্রামের আবরু মিয়া বলেন, আগে বিল্ডিং করতে গেলে চাঁদা দিতে হত। মোকতাদির চৌধুরী বিজয় হবার পর তা আর নেই বললেই চলে। সন্ত্রাস ভুমিদস্যুতা নেই। টেন্ডারবাজি নেই। এজন্যই তাঁর মত লোকের কোনো বিকল্প নেই। যুবলীগের নেতা মোহাম্মদ ইয়াসিন বলেন, এখানকার সাধারণ মানুষ থেকে ধরে বিএনপি পর্যন্ত মনে করে মোকতাদির চৌধুরী আছে বলেই ব্রাহ্মণবাড়িয়াবাসী নিরাপদে আছে। কাজেই যে কোনো মুল্যে তাঁকেই দরকার। তার মতে, অনেকেরই চাওয়া পাওয়া নিয়ে দলের প্রতি ক্ষোভ থাকতে পারে। কিন্তু মোকতাদির চৌধুরীর প্রশ্নে এখানে সবাই এক ও অভিন্ন। এর ব্যতিক্রম হলে কপালে দুর্দশা আছে।