বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মী হত্যা মালার আসামী গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৩ সোমবার

মাদারীপুরের কালকিনিতে এসকান্দার খা(৬৫) নামে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় শনিবার সকালে। নিহত এসকান্দার মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা সিদ্দিকীর কর্মী ও উপজেলার লক্ষিপুর ইউনিয়নের ভাটবালী গ্রামের আয়ুব আলী খার ছেলে।  সেই হত্যাকান্ডের মূল হোতা বিল্লাল খা কে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে  পুলিশ। 

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীর কর্মী এসকান্দার খা শনিবার ফজরের নামাজ শেষে বাড়ির দিকে রওনা দেন। পথিমধ্যে নৌকার প্রার্থীর কিছু সমর্থকরা এসে এসকান্দারকে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে গুরুতর আহত করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার অবস্থার অবনতি হলে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এসকান্দার চিকিৎসাধীন অবস্থায় শনিবার দওপুরে মারা যায়। তার এ মৃত্যুর খবরে মাদারীপুর-৩ নির্বাচনী পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
সেই হত্যাকান্ডের মূল হোতা বিল্লাল খা কে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। বিল্লাল খা (৩৫) ওই এলাকার মোকলেস খার ছেলে বিল্লাল খা(৩৫)। এ হত্যা কান্ডের সাথে জড়িত অন্য আসামীরা হলো,ওরাজ খার ছেলে খলিল খা(৫০),বিল্লালের ভাই
দিদার খা(৩৩),জিন্নাত খার ছেলে শাকিল খা(২৬),দ্বীন ইসলাম(২৩),ইউনুস খা ও তার  ছেলে নাজমুল খা(২২),আনেস খা ও তার ছেলে মাসুদ খা(২৩),আকরাম খা,জোনাব আলী সরদারের ছেলে আয়নাল সরদার, মোজলেস খার ছেলে ফারুক খা ও রফিজদ্দিন মোল্লার ছেলে মহিউদ্দিন মোল্ল(৩২)। তারা এখনো পলাতক রয়েছে। পুলিশ জানায় ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। 
এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এসকান্দার খা হত্যা মালার অন্যতম  প্রধান আসামী বিল্লাল খা গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।