শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫   চৈত্র ২০ ১৪৩১   ০৫ শাওয়াল ১৪৪৬

গাজীপুর-২: স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিনের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১২:৪২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৩ সোমবার

গাজীপুর-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন সংবাদ সম্মেলনে বলেন- আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি এমপি নির্বাচিত হলে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে এই আসনকে মাদক মুক্ত করবো। রবিবার বেলা ১১টায় টঙ্গীর দক্ষিণ আউচপাড়ায় কসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আলিম উদ্দিন বুদ্দিন এসব কথা বলেন। 

সম্মেলনে বুদ্দিন প্রতিদ্বন্দ্বী নৌকার প্রতীকের প্রার্থী মোঃ জাহিদ আহসান রাসেলকে উদ্দেশ্য করে বলেন, ১৮ বছরে গাজীপুর ও টঙ্গীতে কোন উন্নয়ন হয়নি। মানুষকে জিম্মি করে চাচা-ভাতিজা মিলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। 

তিনি বলেন- আমি নির্বাচিত হলে ৭১ সালে যেভাবে হানাদার মুক্ত করেছি ঠিক সেভাবে জাহাঙ্গীর আলম কে সাথে নিয়ে গাজীপুর ও টঙ্গীকে হানাদার মুক্ত করবো। 

সংবাদ সম্মেলনে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ২২ ডিসেম্বর নৌকা প্রতীকের প্রার্থী প্রতিমন্ত্রী রাসেলের পালিত সন্ত্রাসীরা আমাদের চারটি মাইক ছিনিয়ে নিয়েছে। কলেজ গেটে তালা দিয়েছে। তারা আমাদের লোকজনকে মারধরও করেছে। তিনি তার প্রচারণায় হামলা করার অভিযোগে নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ আহসান রাসেলের মনোনয়ন বাতিলের দাবী জানান। একই সাথে প্রশাসনে ঘাপটি মেরে থাকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আত্মীয়-স্বজনকে সতর্ক থাকতে অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বক্তব্য রাখতে গিয়ে বলেন- সকল অভিযোগ মিডিয়ার মাধ্যমে করা হবে। সুষ্ঠ ভোট অনুষ্ঠানে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ গুলো প্রশাসন মিডিয়ার মাধ্যমে জানবে। আমরা সরাসরি কোন অভিযোগ দিব না।

সংবাদ সম্মেলন শেষে কাজী আলিম উদ্দিন বুদ্দিন নির্বাচনী কর্মকান্ডে যোগদান করেন। তিনি গাজীপুর মহানগরীর ৫৩ নং ওয়ার্ডের মিয়াবাড়ি, ৫২ নং ওয়ার্ডের মুদাফাস্থ খলিল মার্কেট, ৫১ নং ওয়ার্ডের সাতাইশ চৌরাস্তা বাজার, ৫০ নং ওয়ার্ডের কাজী বাড়ি, ৪৯ নং ওয়ার্ডের এরশাদ নগরের ৫ নং ব্লক, ৪৮ নং ওয়ার্ডের সাত্তার মোল্লার অফিসের নিকটে গণ সংযোগ করেন। এসময় তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন।