বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

মান্দায় এক ব্যাবসায়ীর গোডাউন পুড়ে ছাই; ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নওগাঁ প্রতিনিধিঃ

প্রকাশিত : ০৯:১২ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

নওগাঁর মান্দায় চককসবা বিল নিয়ে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজনের দেয়া আগুনে এক ব্যাবসায়ীর গোডাউনের সম্পন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ১১ নং কালিকাপুর ইউনিয়নের চকরামাকান্ত দওপাড়া (গফুরের মোড়ে) এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


ভূক্তভোগী মামুনুর রশিদ মোল্লা একই ইউনিয়নের চককসবা গ্রামের মৃত আব্দুল খালেক মোল্লার ছেলে। পেশায় তিনি একজন হার্ডওয়্যার, ইলেক্ট্রিক ও স্যানেটারী পন্য সামগ্রী বিক্রেতা। কালিকাপুর ইউনিয়নের চকরামাকান্ত দওপাড়া (গফুরের মোড়ে)  মেসার্স হাবিবা ট্রেডার্স নামে তার একটি ব্যাবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে। সেখানে তিনি প্রায় ৪ বছর যাবৎ সুনামের সহিত ব্যাবসা পরিচালনা করে আসছেন।
প্রতিদিনের  ন্যায় গতকাল বুধবার সন্ধ্যার পরে দোকান ও গোডাউন বন্ধ করে নিজ বাড়িতে গিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর রাত পোনে ৪ টার দিকে ওই মোড়ের দায়িত্বরত  নৈশ্য প্রহরী নাসির উদ্দিন মোবাইল ফোনে তাকে জানান যে তার দোকানের গোডাউনে আগুন লেগেছে।  আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে এসে তিনি দেখেন যে,তার গোডাউনে দাউ দাউ করে আগুন জ্বলছে । সে সময় তিনি কোন উপায় না পেয়ে  মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি অবগত করেন। কিন্ত তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই মূহুর্তের মধ্যেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে । এরপর স্থানীয়দের সহযোগীতায় আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হন তিনি। পরবর্তীতে মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে গোডাউনের সম্পন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তার ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন তিনি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অগ্নিকান্ডের ঘটনাটি তদন্ত করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।