রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

ধামরাইয়ে প্রচার প্রচারনায় ব‍্যস্ত মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক

অপু চক্রবর্তী ,ধামরাই ঢাকা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৬ এএম, ২০ ডিসেম্বর ২০২৩ বুধবার

জাতীয় সংসদ নির্বাচন -২০২৪ উপলক্ষে প্রার্থীতা প্রত্যাহারের সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর ঢাকা-২০ (ধামরাই) আসনের চূড়ান্ত প্রার্থী ( ৭) )জন ।  প্রার্থীদের মাঝে সোমবার (১৮ ডিসেম্বর -২০২৩) প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছে জেলা   রিটার্নিং অফিসার।

১ |আলহাজ্ব বেনজীর আহমদ – (আওয়ামী লীগ) নৌকা প্রতীক  ২!  আলহাজ্ব এম এ মালেক সাবেক সাবেক সাংসদ  (স্বতন্ত্র প্রার্থী) ট্রাক প্রতীক ৩! মো: মোহাদ্দেছ হোসেন  সাবেক উপজেলা  চেয়ারম্যান   (স্বতন্ত্র প্রার্থী) কাঁচি প্রতীক ৪। খান মোহাম্মদ ইস্রারাফিল হোসেন খোকন সাবেক সাংসদ -(জাতীয় পার্টি) লাঙ্গল প্রতীক ৫! আমিনুর রহমান (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী) ছড়ি প্রতীক ৬!মিনহাজ উদ্দিন (বাংলাদেশ সুপ্রীম পার্টি) এক তারা প্রতীক ৭! রেবেকা সুলতানা (ন্যাশনাল পিপলস পার্টি) আম প্রতীক।
ঢাকা-২০ ধামরাই আসনের স্বতন্ত্র প্রার্থী ধামরাই উপজেলা  সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  ,আলহাজ্ব এম এ মালেক ধামরাই পৌর শহর ও বাজার সহ  বিভিন্ন পাড়া মহল্লায়   ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সংঙ্গে নিয়ে  ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন এবং ট্রাক মার্কায় ভোট প্রার্থনা ও উঠান বৈঠক শুরু করেছেন।