চাঁপাইনবাবগঞ্জে বীর শহীদের প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

চাঁপাইনবাবগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৩। দিবসটি উপলক্ষে একাত্তরের মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে গণপূর্ত বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ।
শনিবার সূর্যোদয়ের সাথে সাথেই নিজস্ব ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয়ের ব্যানার হাতে নিয়ে মিছিল আকারে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে এবং পরে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় গণপূর্ত বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী এ, এম, ইফতেখার মজিদ নেতৃত্বে উপস্থিত ছিলেন- উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) মোঃ জাকারিয়া ইমাম, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) সত্যজিৎ রায়, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ নাসির উদ্দীন, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ ফিরোজ হোসেনসহ গণপূর্ত বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।