জুড়ীতে গন অধিকার পরিষদের সাবেক দুই নেতার বিরুদ্ধে থানায় জিডি
জুড়ী প্রতিনিধিঃ
প্রকাশিত : ১২:১২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

লন্ডনে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও সরকারের বিভিন্ন দফতরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, সাংবাদিক কে জড়িয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য পোষ্টের অভিযোগে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা প্রতিনিধি কর্মরত দৈনিক আলোর জগত পত্রিকার সাংবাদিক জাকির হোসেন এবং ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাছুম আহমেদ,
বাংলাদেশ গন অধিকার পরিষদের সাবেক দুই নেতা লন্ডন প্রবাসী ইকবাল হোসাইন ও মাহফুজ আহমেদ মুবিনের বিরুদ্ধে জুড়ী থানায় সাধারণ ডায়রি করেছেন।
জিডিতে দৈনিক আলোর জগত পত্রিকার প্রতিনিধিঃ মোঃ জাকির হোসেন জিডি করেন বাংলাদেশ গন অধিকার পরিষদের অঙ্গ সংগঠন পেশাজীবি অধিকার পরিষদের মৌলভীবাজার জেলা শাখার প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক মাহফুজ আহমেদ মুবিনের বিরুদ্ধে ১২ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে জুড়ী থানায় এবং জিডি নং ৫৫২ ৷ ৭নং জায়ফরনগর ইউনিয়নের ৭ ওয়ার্ড যুবলীগের সভাপতি মাছুম আহমেদ ১৫ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে জুড়ী থানায় বাংলাদেশ গন অধিকার পরিষদের অঙ্গসংগঠন পেশাজীবি অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার প্রতিষ্টাতা সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্বশীল ইকবাল হোসাইন এর বিরুদ্ধে জিডি করেন এবং জিডি নং ৬৮৫ । জানা যায় উপজেলার জায়ফর নগর ইউনিয়নের চম্পকলতা গ্রামের ফরিদ উদ্দিন ছেলে ইকবাল হোসাইন যার বিরুদ্ধে অতীতের মামলা চলমান মামলা নং ১১৩ এবং ২০১৬ সাল থেকে জায়ফরনগর স্কুলে লেখাপড়াকালীন সময় স্বাধীনতা বিরোধী সংগঠন জামায়াত শিবিরের রাজনীতি সাথে জড়িত ছিলেন। এবং পরবর্তিতে ২০২১ সালে থেকে বাংলাদেশ গন অধিকার পরিষদের অঙ্গসংগঠন পেশাজীবি অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার প্রতিষ্টাতা সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন। ইকবাল হোসাইন এবং আরো একজন মাহফুজ আহমেদ মুবিন বাংলাদেশ গন অধিকার পরিষদের অঙ্গসংগঠন পেশাজীবি অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক,মৌলভীবাজার জেলা শাখা। সে হলো জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের রাজা মিয়ার ছেলে মাহফুজ আহমেদ মুবিন। দেশে থাকতে গন অধিকার পরিষদের রাজনীতির সাথে জড়িত ছিলেন ২০২১ সাল থেকে এবং পরবর্তিতে তিনি উচ্চ শিক্ষার জন্য বিদেশে গিয়ে সেখানে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সরকারের বিরুদ্ধে সমালোচনা করতেছে এবং কুৎসা রটাচ্ছে। বিভিন্ন সময় সাংবাদিক ও আওয়ামীলীগ, যুবলীগ , ছাত্রলীগের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যও পোস্ট করেছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ হচ্ছে।একজন সাংবাদিক হিসেবে দূতাবাসের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম মাইন উদ্দিন জানান, সরকারবিরোধী বিভিন্ন অপপ্রচারের অভিযোগ করেন সাংবাদিক মোঃ জাকির হোসেন ও যুবলীগ নেতা মাছুম আহমদ, ইকবাল হোসাইন ও মাহফুজ আহমেদ মুবিন নামক দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় জিডি করেছেন। আসামী বিদেশে থাকায় তদন্তের মাধ্যমে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে।