পূর্বজুড়ীতে আইন না মেনে অবাধে কাটা হচ্ছে উঁচু টিলার লালমাটি
মোঃ মাছুম আহমদ জুড়ী প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৩ সোমবার

মৌলভীবাজার জেলার জুড়ীতে পরিবেশ আইন অমান্য করে অবাধে টিলা কেটে সাবাড় করছে এক শ্রেণীর অসাধু ব্যক্তি। ঘর বাড়ি নির্মানের অজুহাতে টিলা কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে।
সরেজমিন উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের দুর্গাপুর এলাকায় গিয়ে দেখা যায়, টিলার জায়গার মালিক মৃত সুমন দাশের ছেলে মিলন দাশ, আর ও একজন মৃত রমন টুডু এর ছেলে ওপেন টুডু পাশের দুই টিলায় মাটি কাটতেছে।
মৃত তমসির আলীর ছেলে সেলিমের টেকটার গাড়ি দিয়ে বসতভিটার পাশের উঁচু পাহাড়ের মাঝখানের মাটি কেটে সমতল করছে৷
স্থানীয়রা অভিযোগ করেছে। টিলার মাটি কেটে নেওয়ার ফলে পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি ঝুঁকিতে রয়েছে। যে কোন সময় মাটি ভেঙ্গে পড়ে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। পূর্বজুড়ী ইউনিয়নের গ্রামের মিলন দাশ বলেন টিলার মাটি কাটতেছেন মন্দির বড় করার জন্য আরো জানান এই মাটি কিনে নিয়ে যাচ্ছেন শুকুর আহমেদ নামক এক ব্যক্তির বাড়ি ভরাট করার জন্য সেলিম আহমেদের টেকটার দিয়ে মাটি নিচ্ছেন,আর ও একজন রমন টুডুর ছেলে ওপেন টুডু টিলার মাটি কাটতেছেন বাড়ি নির্মাণের জন্য।
মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাইদুল ইসলাম বলেন, তদন্ত করে টিলাকাটা সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।