কালীগঞ্জে নাশকতা সৃষ্টির অভিযোগে যুবদল নেতা আটক
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৩ বুধবার

গাজীপুরের কালীগঞ্জে হরতাল অবরোধের সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মশাল মিছিলের প্রস্তুতি নেয়। এসময় গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্ধসঢ়;বায়ক সফিকুজ্জামান সোহেল শেখকে (৪৩) আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তুমলিয়ার চুয়ারিখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়। সফিকুজ্জামান সোহেল শেখ জামালপুর ইউনিয়নের খাগড়ারচর এলাকার মৃত আজিজ উল্লাহ শেখের পুত্র। থানা সূত্রে জানা যায়, হরতাল অবরোধের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৫-৩০ জন নেতা-কর্মী মশাল মিছিল করতে তুমলিয়ার চুয়ারিখোলা এলাকায় জড়ো হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মশাল মিছিলের বিভিন্ন সরঞ্জাম, দু’টি মোটরসাইকেল জব্দ করে এবং স্থানীয়রা আটক যুবদল নেতা সোহেলকে পুলিশে সোপর্দ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী প্রতিবেদককে বলেন, আটক যুবদল নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে, নং ১৩(১৩)২৩। আসামীকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।