জৈন্তাপুরে নবাগত ইউএনও মো: সাজেদুল ইসলাম`র যোগদান
মোঃ আব্দুল্লাহ,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত : ০৭:১০ পিএম, ১১ ডিসেম্বর ২০২৩ সোমবার

সিলেটের জৈন্তাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোঃ সাজেদুল ইসলাম। এর পূর্বে তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।
মোঃ সাজেদুল ইসলাম ৩৩তম বিসিএস প্রশাসন কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত। তার পৈতৃক বাড়ি নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলায়। তিনি প্রথমে কুমিল্লা জেলার তিতাস উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালন করেন। এরপর মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে এবং পরবর্তীতে পদোন্নতি পেয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।।
গত (১১ ডিসেম্বর) সোমবার প্রথম কর্মদিবসে নতুন কর্মস্থল জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা সানিয়াসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।
এসময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা রতন চন্দ্র দাস, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রুহুল আমিন, পূবালী ব্যাংকের ব্যবস্হাপক মাহমুদ হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এর আগে গত ৩রা ডিসেম্বর সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী স্বাক্ষরিত এক বদলি আদেশে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামকে জগন্নাথপুর ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জৈন্তাপুরে বদলি করা হয়।