পুলিশকে কামড় দিয়ে পালালো খুনের আসামি
ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ ইদ্রিস
প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ রোববার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের হাতে কামড় দিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামি পালিয়ে গেছেন। শনিবারর সন্ধ্যার দিকে উপজেলার খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া হালিম মিয়া (৩০) জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের কাদির মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের কাদির মিয়ার ছেলে হালিম মিয়া হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। এরমধ্যে একটি চাঁদবাজি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার খাগাতুয়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে হালিমকে গ্রেফতার করার সময় নবীনগর থানার এএসআই আশরাফুল আরিফের হাতে কামড় দিয়ে তিনি পালিয়ে যান।
তিনি আরো জানান, এ ঘটনায় হালিম মিয়াকে পালিয়ে যেতে সহযোগিতা করায় খাগাতুয়া গ্রামের জামাল মিয়ার ছেলে বিজয় মিয়াকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া হালিম মিয়াকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।